রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। এর মধ্যে মোস্তফা ২৫০ বছরের পুরোনো এই শহরকে ‘স্মার্ট সিটিতে’ রূপান্তরে কাজ করার অঙ্গীকার করেছেন। আর ডালিয়া কর্মসংস্থান বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নগরীর কলেজ রোডে জাতীয় পার্টি রংপুর মহানগরীর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা রংপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত গ্রিন সিটি হিসেবে গড়তে ৩১ দফার ইশতেহার দিয়েছেন। এতে নগরীর সৌন্দর্য রক্ষায় শ্যামাসুন্দরী খালকে পুনরুজ্জীবিত করা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ ইতোমধ্যেই প্রস্তুত মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়নমূলক কার্যক্রম করবেন বলে দাবি করেছেন। সদ্য বিদায়ী এই মেয়র বলেন, ‘পুনরায় নির্বাচিত হলে আমি সিটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও পরিকল্পিত মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
সাবেক এই মেয়র বলেন, নগরীর সৌন্দর্য রক্ষায় শ্যামাসুন্দরী খালকে পুনরুজ্জীবিত করার জন্য ইতোমধ্যে ৮৬ লাখ টাকা ব্যয়ে কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে। ২২০০ কোটি টাকার একটি ডিপিপি প্রস্তুত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর হবে। নাগরিক সেবা প্রদান সহজ করার জন্য জমি অধিগ্রহণ শেষে আধুনিক নগর ভবন তৈরি করা হবে।
তিনি জানান, আধুনিক সিটি করপোরেশন বিনির্মাণে প্রস্তুত মাস্টারপ্ল্যানের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। নাগরিক সেবা সহজ করা এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সিটি করপোরেশনের তিনটি আঞ্চলিক কার্যালয় এবং ৩৩টি ওয়ার্ডে নিজস্ব ওয়ার্ড কমপ্লেপ নির্মাণ করা হবে। নগরবাসীর সেবা ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ‘রংপুর অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করা হবে। নগরের সার্বিক উন্নয়নে নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া রংপুর মহানগরের পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূর করা, যানজট সমস্যা থেকে উত্তরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচনী ইশতেহারে।
রংপুর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৯ দফার ইশতেহারে সাবেক এই সংসদ সদস্য বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে শ্যামাসুন্দরী খালের দু’পাশে মাটি ভরাটসহ উঁচু করে একমুখী রাস্তা তৈরির মাধ্যমে রিকশা ও অটোরিকশা চলাচলের ব্যবস্থা করবেন। স্থানীয় সরকারের আওতায় থাকা স্কুল-কলেজের উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব ঘোচানোর উদ্যোগ গ্রহণ করা হবে। শহরে ছয়টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, কমিউনিটি ক্লিনিকগুলোতে অ্যাম্বুলেন্স নিয়ে আসা, হস্ত ও কুটির শিল্পের বিকাশে নারীদের জন্য আলাদাভাবে উদ্যোগ নেওয়াসহ দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন তিনি।
ডালিয়া বলেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগসহ বিভাগীয় শহর এলাকায় ইপিজেড প্রতিষ্ঠা করে সরকারি সহায়তায় কলকারখানা নির্মাণে উদ্যোগ নেবেন। মূল শহরের যানজট নিরসনে পথচারীদের পারাপারে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণ ও আধুনিক গাড়ি পার্কিং লট নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করে ঢাকার হাতিরঝিলের মতো বানাতে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ৯ জন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এবার ভোটার ৪ লাখ ২৬ হাজার।