নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ মাদক সেবীকে আটক করে। (বৃহস্পতিবার) শহরের উত্তর তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
দন্ডপ্রাপ্তরা হলেন, সেলিম, কাউছার, আলম, মানিক, প্রদীপ, আবদুর রহমান, আবুল কালাম ও ছৌগির উদ্দিন। এসময় সোলাই মদ ব্যবসায়ী কিশোর কুমার দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাত ৮ থেকে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর র্যাব-১১ এ অভিযন পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার নরেশ চাকমা জানান, মাদকের বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির দায়ে ওই ৯ মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত র্যাবের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, ৭ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এবং সোলাই মদ ব্যবসায়ী কিশোরের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরো একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোলাই মদ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য সুপারীশ করা হবে বলেও তিনি জানান।