জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৪ জুলাই লক্ষ্মীপুরে মোট ২ লাখ ৭৬ হাজার ১২০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।
কর্মশালায় সিভিল সার্জন জানান, জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নের (৬-১১) মাস বয়সী ৩০ হাজার ৬০০ শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ৭৬ হাজার ১২০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষ্যে ৩ হাজার ৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ১ হাজার ৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।
কর্মশালায় সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।