শুক্রবার, জানুয়ারি 24, 2025

লক্ষ্মীপুরে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয় আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, ভিশন ২০২১, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী আজ রোববার বিকেলে জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানি।

বিশেষ অতিথি ছিলেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার।
এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চলচ্চিত্র প্রর্দশনী ও সংগিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর

BN