সোমবার, জানুয়ারি 27, 2025

লক্ষ্মীপুরে ইজতেমায় আখেরি মোনাজাত: মুসল্লিদের ঢল।

 

নিজস্ব প্রতিবেদক:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ইজতেমা শেষ হয়েছে। এতে ধর্মপ্রান ৬লক্ষাধিক মুসল্লী মোনাজাতে অংশ গ্রহণ করে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরী মোনাজাত শুরু হয়ে সোয়া বারোটায় শেষ হয়।

বাস-ট্রাক, পিকআপভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং দল বেধে পায়ে হেঁটে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা  ইজতেমায় এসে আখেরী মোনাজাতে যোগ দেন। এ কারণে রামগতি-লক্ষ্মীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে তোরাবগঞ্চ থেকে ভবানীগঞ্জ কলেজ এলাকা পর্যন্ত  দীর্ঘ ৪ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহনসহ যাত্রীরা।

আখেরী মোনাজাতকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব  ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর

BN