কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে মনোনয়ন জমা দিয়েছেন ৬ প্রার্থী। বুধবার (২৮ নভেম্বর) কমলনগর ও রামগতিতে সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়ন জমা দেন। কমলনগরে সকাল ১১টায় আওয়ামীলীগ থেকে আবদুল্যাহ, জেএসডি থেকে তানিয়া ফেরদৌসি (তানিয়া রব), বিএনপি থেকে আবদুল মতিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলন মো: শরিফুল ইসলাম। অপরদিকে রামগতিতে যুক্তফ্রন্ট থেকে মেজর আবদুল মান্নান। এর আগে ২৭ নভেম্বর রামগতিতে ঐক্যফ্রন্ট থেকে আ স ম আবদুর রব মনোনয়ন জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক এর সত্যতা নিশ্চিত করেন।