বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

বিএসআরএম লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ৬০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির ২০২১-২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদন করা হয়।

বিএসআরএম স্টিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এছাড়া শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক ও নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করে শেয়ারহোল্ডারদের কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

শেয়ারহোল্ডাররা তাদের নিজ নিজ বি.ও আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং কোম্পানীর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সহ সকল এজেন্ডা সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় শেয়ারহোন্ডারা নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করেন এবং কোম্পানি সচিব তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

এছাড়াও শেয়ারহোল্ডারণ তাদের মুল্যবান মন্তব্যে কোম্পানীর পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আছ্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃ ব্যক্ত করেন। উক্ত ভারচুয়াল সভায় কেম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমন্ডলী, কোম্পানী সচিব সহ বিপুল সংখ্যক শেয়ারহোন্ডার যোগদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর

BN