বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

নাটোর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি: জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী মুন্নাকে (৩৩) কুপিয়ে জখম ও তার বাম পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১০টার দিকে শহরের গাড়িখানা এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী মুন্না জেলা শহরের বঙ্গজল এলাকার বাসিন্দা। তিনি নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে যান মুন্না। তিনি শহরের গাড়িখানা এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় কয়েজন যুবক ঘটনাস্থলে আসে। এরপর তারা মুন্নাকে কথা আছে বলে ডেকে পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা তার বাম পায়ের রগও কেটে দেয়।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এরপরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর

BN