বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

নভেম্বরের এমপিওতেই মাদরাসা শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সাথেই ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি যুক্ত করে দেয়া হবে। ইতিমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত আদেশ (জিও) জারি করা হয়েছে। হিসেব সংক্রান্ত ব্যাপারে মাদরাসা শিক্ষকদের নভেম্বর-২০১৮ মাসের অনুদানের চেক ব্যাংকে পাঠাতে কিছুটা বিলম্ব হতে পারে বলে  মাদরাসা অধিদপ্তর সূত্র। এমপিও চেক পেতে মাদরাসা শিক্ষকদের কয়েকদিন ধৈর্য ধরতে বলেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

অর্থ মন্ত্রণালয় থেকে প্রবৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। চিঠিটি ইতিমধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। হিসেবের কাজ শেষ হলে মাদরাসা শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতনের সাথে জুলাই থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির টাকা পাবেন। শিক্ষা মন্ত্রণালয় এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর

BN