বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

দেশবাসীর সংকটে রাস্তায় খাবার বিলাচ্ছেন লঙ্কান সাবেক ক্রিকেটার

শ্রীলঙ্কা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের চরম সংকটে রয়েছে দেশটি। এতে দেশের নাগরিকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এই অবস্থায় দেশটির কোনো কোনো সামর্থ্যবান নাগরিক নিজ উদ্যোগে জনসেবায় এগিয়ে আসছেন। এই যেমন সাবেক ক্রিকেটার রোশান মহানামাকে জনসেবায় রাস্তায় চা এবং বনরুটি বিলাতে দেখা গেল। 

সাবেক এই ক্রিকেটার একটি ছবি শেয়ার করেছেন নিজের টুইটার পেজে। যেখানে দেখা যায়, কলম্বোর একটি পেট্রোল স্টেশনে পেট্রোলের জন্য আঁকাবাঁকা দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা লঙ্কানদের নিজ হাতে চা ও বনরুটি বিলি করছেন।

শ্রীলঙ্কা দেশের ইতিহাসে সবচয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে এখন। জরুরি প্রয়োজনীয় পণ্যদ্রব্যও আমদানি করার মতো ডলার দেশটির নেই। এই নিয়ে সম্প্রতি দেশটি বেশ বড় ধরনের রাজনৈতিক সংকটেও পড়ে। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। এতে ভেঙে যায় মন্ত্রিসভা। বর্তমানে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং নতুন মন্ত্রিসভা চেষ্টা করছে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার। 

টুইটে রোশান মহানামা লিখেছেন, সন্ধ্যায় কমিউনিটি মিল শেয়ারের অংশ হিসেবে আমরা ওয়ার্ড প্লেস এবং উইজেরামা মাওয়াথার আশপাশের পেট্রোলের অপেক্ষায় থাক মানুষের মাঝে চা এবং বনরুটি বিলি করেছি।দিন দিন মানুষের সারিগুলো দীর্ঘ হচ্ছে এবং সারিতে দীর্ঘক্ষণ দাঁড়ানো মানুষের অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে।

শ্রীলঙ্কা ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তায় সশস্ত্র পুলিশ এবং সেনা মোতায়েন করেছে। চলমান সংকট থেকে কিছুটা স্বস্তি পেতে এবং জ্বালানির মজুদ ধরে রাখতে দেশটির সরকার স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

রোশান মহানামা টুইটে আরও লিখেছেন, জ্বালানির অপেক্ষায় লাইনে থাকা অবস্থায় আপনারা একে অন্যের প্রতি যত্ন নেবেন। পর্যাপ্ত তরল এবং শুকনো খাবার সঙ্গে নেবেন এবং অসুস্থ থাকলে পাশে থাকা ব্যক্তিকে বা ১৯৯০ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন। এই কঠিন সময়ে আমাদের একে অন্যের প্রতি খেয়াল রাখতে হবে। 

সর্বশেষ খবর

BN