সোমবার, জানুয়ারি 27, 2025

চলে গেলে লক্ষ্মীপুরের সাংবাদিক মোবারক

লক্ষ্মীপুরের সাংবাদিক মো. মোবারক হোসেন আর নেই। আজ ভোর রাতে ঢাকায়  হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলহি রাজেউন)।

তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক এলান’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। একজন সাংবাদিকের এ অকাল মৃত্যুতে গভীর শোকস্তব্ধ সংবাদকর্মীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক লক্ষ্মীপুর সমাচার ও সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, সর্বশেষ রাত ১২টায় কথা হয় মোবারকের সাথে। ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়। প্রায় সঙ্গে সঙ্গেই নেয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।

সাংবাদিক মোবারকের মৃত্যুতে জেলা/উপজেলার কর্মরত সাংবাদিকগন নিহতের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাচ্ছেন।

সর্বশেষ খবর

BN