বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

চট্টগ্রাম নগরীতে বড় পর্দায় দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধন

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর আটটি পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে। 

আগামী ২৫ জুন সকালে নগরীর নিউমার্কেট মোড়, আগ্রাবাদ মোড়, বহদ্দারহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা, আন্দরকিল্লাহ মোড়, জামালখান মোড়, পুরোনো রেলস্টেশন ও বড়পুল মোড়ে এ অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। 

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

এতে নগরীর বিভিন্ন সাংগঠনিক থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন নগরীর পুরোনো রেলস্টেশন চত্বরে সমাবেশের সিদ্ধান্তও নেওয়া হয়। 

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সমকালকে বলেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। এ নিয়ে দেশের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস রয়েছে। চট্টগ্রামের মানুষকে বড় পর্দায় এ অনুষ্ঠান দেখানোর সুযোগ করে দিতে নগরীর আটটি পয়েন্টে ‘জায়ান্ট স্ক্রিন’ স্থাপন করা হবে।

সর্বশেষ খবর

BN