বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

গোল করে কাঁদলেন ডি মারিয়া!

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। ওই পেনাল্টি নিয়ে বিতর্ক থাকতে পারে, যা আদায় করে দিয়েছেন ডি মারিয়া। তবে তার করা দ্বিতীয় গোলটি দারুণ।

ম্যাচের ৩৬ মিনিটে লিড ২-০ করেন জুভেন্টাসে খেলা ডি মারিয়া। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক তোলে আর্জেন্টিনা। মেসির পাস ধরে এগিয়ে নেন ম্যাক আলিস্টার। বক্সের মুখে গিয়ে তা বাড়ান নাম্বার ইলেভেনকে। লেস ব্লুজ গোলরক্ষক হুগো লরিসকে ফাঁকায় পেলে গোল করেন তিনি।

উদযাপনকে দৌড়ে যান। সতীর্থদের সঙ্গে গোল উদযাপনের সময় কেঁদে ফেলেন শেষ বিশ্বকাপ খেলতে নামা অভিজ্ঞ এই ফুটবলার। ডি মারিয়া যেন আর্জেন্টিনার সৌভাগ্যের প্রতীক। ফাইনালের নায়ক।

এর আগে কোপা আমেরিকায় ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি। ইতালির বিপক্ষে চলতি বছর ৩-০ গোলে ফিনালিজিমা জিতেছে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে প্রথমার্ধে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। এবার কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল পেলেন তিনি।

সর্বশেষ খবর

BN