বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘হাওয়া’র চমক

শুক্রবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী উদ্বোধন করেন জয়া বচ্চন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া এদিনই কলকাতার নন্দনে প্রদর্শিত হয় বাংলাদেশী চলচ্চিত্র ‘হওয়া’। চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘হাওয়া’ দেখতে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় নন্দন চত্ত্বরে।

‘হাওয়া’ সিনেমার প্রদর্শনের পর গণমাধ্যমের মুখোমুখি হন সিনেমার পরিচালক ও কলাকুশলীরা। এসময় বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বলেন, ‘দুই বাংলার একসঙ্গে ছবি বানানো উচিত। আরও অনেক ‘হাওয়া’ তৈরি হওয়া উচিত’।

‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘ভাষার কাঁটাতার হয় না, রাষ্ট্রের কাঁটাতার হয়।’

শো শেষে দর্শকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সিনেমাপ্রেমী থেকে কলকাতার প্রসেনজিতের মত বর্ষীয়ান টলি শিল্পীরাও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি ছবি এমন ঝড় তুলতে পারেনি কলকাতায়। কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র প্রীতম দাস বলেন, সিনেমার কোন বর্ডার হয় না। কোন জাত ধর্ম বর্ণ হয় না, সিনেমার মাধ্যমে আমরা এক দেশ অন্য দেশের ভাষা, জাতীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তাই এই ধরনের সিনেমা যত বেশি করে প্রকাশিত হবে আমরা তত বেশি বাংলাদেশের সিনেমা সম্পর্কে জানতে পারবো।

এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে চঞ্চলের সেলফি ফেইসবুকে পোস্ট করে হইচই বাঁধিয়ে দেন তার সহকর্মী অভিনেত্রী শাহনাজ খুশি। সেইসব ছবিতে শুধু শাহরুখ নয়, বলিউড তারকা অরিজিৎ সিং, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকেও দেখা যায়।

ফেইসবুকে মুহর্তেই ভাইরাল হওয়া চঞ্চলের সেই ছবি নিজেদের ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তমালিকা কর্মকার, শতাব্দী ওয়াদুদ থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।

বৃহস্পতিবার শুরু হওয়া কলকাতা চলচ্চিত্র উৎসব এবার পা রেখেছে ২৮ বছরে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, পরিচালক মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, রানী মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলীসহ অনেকে। সেই মঞ্চেই আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চল বলেন, ‘অবশ্যই আমি অমিতাভ বচ্চনের ফ্যান, শাহরুখ খানের ফ্যান। এত বড় মাপের অভিনেতা, এত বড় মাপের স্টার। আর অমিতাভ বচ্চনের অভিনয় নিয়ে কী বলব! আমরা তো আসলে ওনাকেই ফলো করি। এই বয়সে এসেও উনার অভিনয়, সত্যিই দুর্দান্ত। আর তাদের সঙ্গেই একমঞ্চে দেখা হওয়াটা পাওনা।’

চলতি বছর উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের চার সিনেমা। ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইজারল্যান্ডসহ অনেক দেশের সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে।

সর্বশেষ খবর

BN