চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউপিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ইছানগর গ্রামের বাদশা ফকিরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
গতকাল বুধবার (১৫ জুন) শেষ ধাপের নির্বাচনে চরপাথরঘাটা ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে নির্বাচিত সাইদুল হক ও আরেক প্রার্থী ইছাকের মধ্যে দ্বন্দ্ব ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মেম্বার প্রার্থী মো. ইছাকের সমর্থক রমজান আলী বাজার করতে যাওয়ার পথে ইছানগর গ্রামের নূর মোহাম্মদ সওদাগরের দোকান এলাকায় নির্বাচিত প্রার্থী সাইদুল হক মেম্বারের সমর্থক শহিদুল ইসলাম ও খোরশেদ তার পথরোধ করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইদুল মেম্বারের সমর্থকরা রমজান আলীকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মধ্যম ইছানগর গ্রামে রমজান আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।