লক্ষ্মীপুরের কমলনগরে ২ বছরের শিশু ইসরাত জাহান পানিতে ডুবে মারা যায়। শনিবার (০৫ মে) দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ইসরাত জাহান চর জাঙ্গালিয়া গ্রামের ইকবাল হোসেন মিন্টুর মেয়ে। মিন্টু জানান দুপুর ১টার দিকে ইসরাত জাহানকে না পেয়ে অনেক খোজাখোজি করি। এর কিছুক্ষণ পর বসত ঘরের পাশে ছোটর্ ১টি পানি ভতি গর্তের ভীতর দেখতে পাই। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জন্টু দাস ইসরাত জাহানের মুত্যর বিষয়টি নিশ্চিত করেন।