বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরে জেএসডির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

ইসফাকুল হোসাইন: লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। রোববার সন্ধ্যায় ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চরকাদিরা ইউনিয়ন জেএসডি’র ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন নিরব। চরকাদিরা ইউনিয়ন জেএসডির সভাপতি আলমগীর হোসেন বাহারের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জেএসডির সহসভাপতি নুরুল আমিন হুদা, রামগতি উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবুল, চরকাদিরা জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, রামগতি উপজেলা জেএসডি ছাত্রলীগ সভাপতি আব্দুল্যাহ আল নোমান ও সাবেক ছাত্র নেতা মো. এরশাদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা চলমান রাজনীতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দেশে খুন, গুম, হত্যা সন্ত্রাসী হামলার নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ। অপরাজনীতি বিএনপি, আ’লীগ ও জামায়াত উভয়ই সমান অপরাধী। এদের অপরাজনীতি থেকে মানুষকে বেরিয়ে আসতে সকলকে আহবান জানান।
ইসফাকুল/পল্লীনিউজডটকম

সর্বশেষ খবর

BN