কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
“জল আছে যেখানে- মাছ চাষ সেখানে” এ শ্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬।(আজ) বুধবার সকাল ১১ টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কমপ্লেক্সে এর উদ্ভোধন করেন কমলনগর উপজেলার উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামছুল আলম। পরে ব্যানার, পেস্টুন সুসজ্জিত একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আহসান উল্যাহ মজুমদার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, প্রেস ক্লাবে এম এ মজিদসহ বিভিন্ন মৎস্যজীবি সমিতিরি নেতৃবৃন্দ।