শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগরে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

IMG_20160717_114455
কমলনগর(লক্ষ্মীপুর):
গুলশান, শোলাকিয়াসহ সারাদেশে গুপ্ত হত্যা, সন্ত্রাস, বোমাবাজি ও জঙ্গিহামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে এক জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে জঙ্গিবাদ বিরোধী নাগরিক কমিঠি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।

(আজ) রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এতে অংশগ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নেতা এডভোটেক আনোয়ারুল হক, অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এএকেএম নুরুল আমিন মাষ্টার, বাসদ উপজেলা সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ, চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ, আবুল খায়ের, হারুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি এম এ মজিদ, যুগান্তর উপজেলা প্রতিনিধি সাজাদ্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সঙ্গতি জ্ঞাপন করেন। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আহসান উল্যাহ হিরন।

বক্তারা বলেন, যারা ইসলামের নামে হত্যাযজ্ঞে মেতে উঠেছে এদেরকে সম্মিলিত ভাবে মোকাবেলা করার আহব্বান জানান।

সর্বশেষ খবর

BN