শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগর প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন

pres club 2 pic
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কমলনগর প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাবের এক সাধারন সভায় দুই বছরের জন্য এ কার্যকরী কমিঠি গঠিত হয়। সাধারন সভায় সভাপতিত্ব করেন কমলনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ।

সভায় সর্বসম্মতিক্রমে এম এ মজিদ (দৈনিক ইত্তেফাক) কে সভাপতি ও ওয়াজি উল্যাহ জুয়েল (দৈনিক যায় যায় দিন) কে সাধারন সম্পাদক করে কার্যকরী কমিঠি গঠিত হয়।

কমিঠির অন্যন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো: মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবছার উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক ইসফাকুল হোসেন, নির্বাহী সদস্য মো: সিরাজুল ইসলাম শামীম। ক্লাবের সম্মানিত সদস্যরা হলেন, মো: আব্বাছ উদ্দিন, শাহরিয়ার কামাল, ইসমাইল হোসেন বিপ্লব।

সর্বশেষ খবর

BN