বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

এশিয়া কাপ নিয়ে এসিসি-পিসিবি’র ভিন্ন অবস্থান

আগস্টের শেষে শ্রীলঙ্কায় এশিয়া কাপ ক্রিকেটের আসর বসার কথা। টুর্নামেন্ট গায়ের কোলে চলে আসলেও আসরের আয়োজক চূড়ান্ত হয়নি এখনও। এর মধ্যে এশিয়া কাপের আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অবস্থান ভিন্ন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে টেস্টের ভেন্যু একদম শেষ সময়ে পরিবর্তন করতে হয়েছে। ওই অস্থিরতাই শ্রীলঙ্কায় এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত করে তুলছে।

বিষয়টি নিয়ে এসিসির এক সদস্য সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, দেশের এই পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন করা ঠিক হবে বলে মনে হয় না।লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, এশিয়া কাপ সরে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 

সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, ১৬ দিনের এই টুর্নামেন্ট শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে এসিসি’র বিভিন্ন সদস্য দেশ আলোচনা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে কথাও চলছে। তবে লঙ্কান বোর্ড এখনও টুর্নামেন্টনি আয়োজনের ব্যাপারে আশাবাদী। 

ওদিকে পিসিবি শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। পিসিবির সিইও বলেছেন, ‘প্রথমে আমরা চাই শ্রীলঙ্কা পাশে থাকতে এবং চাই যে তারা এশিয়া কাপ আয়োজন করুক। আসরটি শ্রীলঙ্কায় না হলে আর্থিক ও ক্রিকেটীয় দিক থেকে অনেক ক্ষতির মুখে পড়বে তারা। তাছাড়া অস্ট্রেলিয়া সিরিজ নির্বিঘ্নে আয়োজন করেছে তারা।’

পিসিবি জানিয়েছে, তারা শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদি শ্রীলঙ্কা ভালোভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়া নিয়ে কোন সমস্যা দেখছে না পিসিবি। এছাড়া ৫০ ওভারে এশিয়া কাপের পরবর্তী আসর পাকিস্তানে হবে বলেও উল্লেখ করেছে পিসিবি।

সর্বশেষ খবর

BN