সোমবার, ফেব্রুয়ারি 3, 2025

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি

একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

সংসদ অধিবেশন না বসায় বুধবার রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ অধ্যাদেশ জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। দ্রুতই তা জারি হবে। এক্ষেত্রে ইভিএম, অনলাইন মনোনয়নপত্র দাখিল, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত পরিশোধ করার সুযোগ রাখা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সর্বশেষ খবর

BN