বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

আঠারো মাস বয়সী ‘আইনস্টাইন’!

আঠারো মাস বয়সী লায়লা ডেভিস দেখতে অনেকটা কিংবদন্তী বিজ্ঞানী আইনস্টাইনের মতোই। অন্তত তার চুলগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিতিও পেয়েছে সে। অনেকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও তুলনা করেন। তবে বুদ্ধি কিংবা ক্ষমতায় শিশুটি এই দুই বিখ্যাত ব্যক্তির সমকক্ষ না। তার মাথার চুল দেখতে অনেকটা আইনস্টাইন ও জনসনের মতোই।

শিশুটি চুলের বিরল রোগ আনকম্বেবল হেয়ার সিনড্রোমে আক্রান্ত। এটি একটি জিনগত রোগ। ১৯৭৩ সালে এই রোগটি প্রথম ধরা পড়ে। সারা বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০০ জন।

জন্মের পর থেকেই লায়লা ডেভিসের স্বজনরা খুবই চিন্তিত ছিলেন। বিশেষজ্ঞের কাছে গিয়ে তারা জানতে পেরেছেন, এই রোগ হলে চুল আঁচড়ানো যায় না। এমনকি পানিতেও ভেজে না। 

শিশুটি যুক্তরাজ্যের সাফোকের গ্রেট ব্লেকেনহামে পরিবারের সঙ্গে থাকে। তার বাবা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, অনেকবার শিশুটির চুলে শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জেনেটিক অ্যান্ড রেয়ার ডিজিজেস ইনফরমেশন সেন্টারের তথ্যানুযায়ী, আনকম্বেবল হেয়ার সিনড্রোম মাথার ত্বকের সঙ্গে সম্পর্কিত একটি রোগ। এই রোগ হলে রোগীর চুল সাধারণত রূপালী-স্বর্ণকেশী হয়ে থাকে। চুলের মধ্যে কোনো শৃঙ্খল থাকে না। কেননা এই চুল ভাঁজ হয় না।

সর্বশেষ খবর

BN