Saturday, February 1, 2025

Relief returns to Brazil camp

বাছাই পর্বে দুর্দান্ত খেলা ব্রাজিলের বিশ্বকাপ শুরুটা ভালো হয়নি। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ১-১ গোলে ড্র করে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় কোস্টারিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই তিতের সামনে।

কিন্তু আগের ম্যাচে একাধিক ফাউলের শিকার নেইমার কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা সেটা শঙ্কায় ছিল ব্রাজিলের কোটি কোটি ভক্তরা। মঙ্গলবার অনুশীলনে ব্যাথা নিয়ে উঠে যাওয়ার পর সেটা আরও মাথাচড়া দিয়ে উঠে। কিন্তু নেইমারভক্তদের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন তাদের প্রিয় তারকা। বুধবার অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন পিএসজি তারকা।

নেইমার বলেন, অনুশীলন ভালো হয়েছে। আমি ভালো অনুভব করছি। আমরা প্রত্যাশা করছি, প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো করব এবং আমরা জয়ী হতে চাই। আমরা ভালো খেলে ম্যাচ জিততে চাই।

latest news

EN