Sunday, February 2, 2025

Shawwal moon sighted, Eid on Saturday

Dhaka: দেশের আকাশে শুক্রবার (১৫ জুন) হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য শনিবার (১৬ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে ঈদুল ফিতর।

শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সভা বসে। সেই সভা থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে।

দেশে সর্বপ্রথম চাঁদ দেখা গেছে কক্সবাজারে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কাঙ্ক্ষিত চাঁদের দেখা মেলায় দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। পাশাপাশি টিভি-রেডিওতে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম-সচিব এ বি এম আমিনউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদসহ প্রমুখ

latest news

EN