Thursday, January 23, 2025

Independent Ibtedayi Madrasa Teachers Assembly in Lakshmipur

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদ্রাসার পূর্ণাঙ্গ নীতিমালায় স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে সদর উপজেলা পশ্চিম চরমনসা খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এ আয়োজন করা হয়। সদর উপজেলা কমিটির সভাপতি মো. আবদুর রবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফ উল্লাহ্ হেলাল। এসময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মাকছুদুর রহমান, আবদুল মোতালেব, মো. ফখরুদ্দিন, মোমিনুল হক, লোকমান হোসেন, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন, রাকিবল হাসান ও সুরাইয়া বেগম। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব। এ সরকার দেশের ১৮ হাজারের মধ্যে ১৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভাতা দিয়ে আসছেন। আশা করি এ নীতিমালা অনুযায়ী বাকি শিক্ষকরাও সরকারি ভাতার আওতায় আসবেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদানে অনুমতি, একাডেমিক স্বীকৃতি, মাদ্রাসা পরিচালনা, অনুদান ও বেতন ভাতাদির পূর্ণাঙ্গ নীতিমালা স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা সচিবকে অভিনন্দন জানান বক্তারা।

latest news

EN