Sunday, February 2, 2025

36 arrested in anti-drug operation in Lakshmipur

লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ জুন) রাত থেকে শনিবার (২ জুন) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১ জুন) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজাহান (২৯) ও গোপীনাথপুর থেকে মো. নিজামকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরের সদর উপজেলাসহ রায়পুর, রামগঞ্জ, রামগতি ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ আরও ৩৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন  বলেন, আটককৃতদের মধ্যে অধিকাংশই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারসের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

latest news

EN