Saturday, February 1, 2025

Argentina in search of 'Magician' Messi

প্রথম ম্যাচেই আইসল্যান্ডের ধাক্কা। আর্জেন্টিনাজুড়ে সমালোচনা। এবার সামনে ক্রোয়েশিয়া। পেনাল্টি মিস করেছেন স্বয়ং লিওনেল মেসি। ম্যাচের আগে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা শিবিরে টিমের হৃদপিণ্ড! গোটা শিবির এখন তাকিয়ে ‘ম্যাজিশিয়ান’ মেসির দিকে। যাকে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় ধরা হয়।

তবে আইসল্যান্ডের বিপক্ষে দলকে জয় এনে দিতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মেসির ওপর ভরসা রাখতে চাইছেন কোচ সাম্পাওলি।

জোরগে সাম্পাওলি অবশ্য সব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাদের জিততেই হবে।

আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে খেলা।

এদিকে, ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে ছন্দে ক্রোয়েশিয়া। দলের অন্যতম সেরা অস্ত্র মানজুকিচের হুঙ্কার তারা প্রতিপক্ষ নিয়ে ভয় পান না। দুই টিমের এমন মেজাজে ভাল ম্যাচ দেখায় ফুটবলপ্রেমীরা।

latest news

EN