Monday, February 3, 2025

Madrasa teachers' salary bonus to be paid in a day or two

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাসের চেক ছাড় হতে পারে দুএকদিনের মধ্যে।

সোমবার (৪ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ ছরওয়ার আলম  বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে তথ্য নিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। দুএকদিনের মধ্যে চেক ব্যাংকে পাঠানো হতে পারে।

এদিকে সাধারণ স্কুল,কলেজ ও কারিগরি শিক্ষকদের বেতন ও বোনাসের চেক ছাড় হয়েছে। যথাক্রমে ১১ ও ১৪ জুন পর্যন্ত স্ব স্ব অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবে মর্মে দুই অধিদপ্তর থেকে ঘোষণা দিলেও ঈদের আগে ব্যাংক থেকে বেতন-বোনাস কিছুই পাবেন না মর্মে শিক্ষকরা আশঙ্কা করছেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় তারা এমনটা আশঙ্কা করছেন। এমতাবস্থায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বোনাসের চেক অদ্যাবধি ব্যাংকে না পাঠানোয় মন খারাপ করছেন তারা।

শিক্ষকদের ভোগান্তি কমানো ও মাদ্রাসা শিক্ষকদের উন্নতির লক্ষ্যে স্বতন্ত্র মাদ্রাসা অধিদপ্তর গঠন করা হলেও মহাপরিচালকসহ গুটিকয়েক কর্মকর্তার কারণে ভোগান্তি বেড়েছে মর্মে বিবৃতি দিয়েছেন একাধিক মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

latest news

EN