Sunday, February 2, 2025

Motorcycle rally of Argentina fans in Kamalnagar

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাত পোহালেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। এ নিয়ে ২১ বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসরটির আয়োজন করতে যাচ্ছে ফিফা।

লক্ষ্মীপুরের কমলনগরে আর্জেন্টিন্ াসমর্থকের মোটর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ জুন) বিকেলে তোরাবগঞ্জ বাজার থেকে ৩শতাধিক মোটর সাইকেল যোগে এ র‌্যালীটি বের হয়ে করুনানগর বাজার হয়ে পুনরায় তোরাবগঞ্জ গিয়ে শেষ হয়।

রাশিয়ায় ফুটবল ফেডারেশন (ফিফা) আয়োজিত এ বিশ্বকাপে সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস লক্ষ্য দেখা যায়। আর্জেন্টিনা সমর্থক ও ফুটবল প্রেমিক ওমর ফারুক সাগর জানান, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে এ আশা করি। কমলনগরের প্রত্যেকটি বাজারে বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা করা হয়েছে।

রাশিয়া বিশ্বকাপ হতে যাচ্ছে ফিফার ২১তম ফুটবল আসর। ১৪ জুন-১৫ জুলাই পর্যন্ত মোট ৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

latest news

EN