Saturday, February 1, 2025

Argentina or Croatia, what does the astrologer cat say?

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। শেষ ১৬-তে যেতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মেসিদের সামনে।

অন্যদিকে, বেশ সুবিধাজনক অবস্থানে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে দেশটি। আজ জিতলে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত তাদের। এই যখন অবস্থা তা ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীরা কি বলছেন তা দেখা নেওয়া যাক।

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে এমন জ্যোতিষীদের মধ্যে রয়েছে ক্যাস নামের একটি বিড়ালও। তার দাবি, আজ জিতবে আর্জেন্টিনা। ক্যাসের সামনে দুটি পতাকা সম্বলিত খাবার রাখা হয়। কিন্তু ক্যাস আর্জেন্টিনার খাবারটা বেছে নেন। এখন দেখার বিষয় ক্যাসের ভবিষ্যদ্বাণী সত্য হয় কিনা। আর সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

latest news

EN