Laxmipur: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি আবু সায়েদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুন) রাতে কমলনগর থানায় প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। এর আগে বিকেলে ফেনী থানা পুলিশের সহযোগিতায় কমলনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনী জেলার বিরিঞ্চি বণানীপাড়া থেকে তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত আবু সায়েদ উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা মৃত শাহাজানের ছেলে। তিনি চরমার্টিন এলাকার আবুল বাশারের মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গত ১ জুন এক শিশুকে ধর্ষণ করেন সায়েদ। ওইদিন রাতে ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ ফেনী থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে