Thursday, January 23, 2025

Spyware is still being used to target people: Meta

সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে টার্গেট করে এখনও স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে বলে সতর্ক করেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এসব প্রচেষ্টা রুখতে মেটার কোম্পানিগুলো নতুন নতুন কৌশল নিচ্ছে বলেও জানানো হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

মেটা জানিয়েছে, সাংবাদিক ও অধিকারকর্মীসহ এসব সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের গোপনীয়তা ভাঙতে এলোপাতাড়ি টার্গেট করা হচ্ছে।

এক প্রতিবেদনে ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা জানায়, তারা এ অপচেষ্টা রুখে দেওয়ার অংশ হিসেবে রাশিয়া সংশ্লিষ্ট ‍দুটি, ইসরায়েলভিত্তিক একটি ও চীনভিত্তিক একটিসহ বেশকিছু প্রতিষ্ঠানকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রাশিয়ার অ্যাভালাঞ্চে নামের একটি কোম্পানির সঙ্গে যুক্ত শতাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান মেটার কোম্পানিগুলোর আওতায় বিশ্বজুড়ে শত কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এসব কোম্পানির মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অন্যতম। ফলে মেটার এমন সতর্কবার্তায় বিপুল সংখ্যক সামাজিক মাধ্যম ব্যবহারকারীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

মেটার নিরাপত্তা নীতি প্রধান নাথানিয়েল গ্লেইসার সাংবাদিকদের বলেন, ‘লোকজনকে রক্ষায় সবকিছু করাই আমাদের লক্ষ্য। এজন্য আমরা ইন্ডাস্ট্রির সবার সঙ্গে নানাবিধ তথ্য শেয়ার করি।’

latest news

EN