Thursday, January 23, 2025

Who is the referee of the final match of the World Cup?

রাশিয়া বিশ্বকাপ শেষ প্রান্তে পৌঁছে গেছে। পুরো ফুটবল বিশ্বের চোখ এখন ফাইনালের দিকে। রবিবার রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে গড়াবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার শিরোপার মহারণ। তাই এই ম্যাচের রেফারিকে নিয়ের ফুটবল ভক্তদের আগ্রহের শেষ নেই।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে আর্জেন্টিনার নেস্তর পিতানাকে দায়িত্ব দিয়েছে ফিফা। ৪৩ বছর বয়সী এই কর্মকর্তা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও (রাশিয়া বনাম সৌদি আরব) পরিচালনা করেন।

ফ্রান্সের সঙ্গে উরুগুয়ের কোয়ার্টার ফাইনালে বাঁশি হাতে দায়িত্ব পালনের আগে তিনি ক্রোয়েশিয়ার সঙ্গে ডেনমার্কের নকআউট পর্বের খেলায়ও ছিলেন প্রধান রেফারি।

এছাড়া ফাইনালে ফ্ল্যাগ হাতে মাঠের দুই প্রান্তে পিতানার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন দুই স্বদেশী হার্নান মাইদানা ও হুয়ান বেলাত্তি।

latest news

EN