Monday, February 3, 2025

1 killed in auto-rickshaw cylinder explosion in Noakhali

নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৭৩ শতাংশ ঝলসে গেছে।

রোববার (০৩ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরি গ্রামের রাকিব হোসেন (৩৫), একই গ্রামের জহুরুল হকের ছেলে আকবর হোসেন (৪০) ও চর আবজল গ্রামের মো. কবির হোসেন (৪০)। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজার এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন পুড়ে মারা যান। এসময় দগ্ধ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. শামিম রেজা জানান, রাকিবের শরীরের ৭৩ শতাংশ ঝলসে গেছে। তাকে ঢাকায় রেফার করা হচ্ছে। বাকি দু’জনের চিকিৎসা এখানেই চলবে।

latest news

EN