এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাসের চেক আজ বুধবারও (৬ জুন) ছাড় হয়নি।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন উপরিচালক বুধবার বিকেলে বলেন, বেতনছাড়ে মন্ত্রণালয়ের অনুমতি মিলেছে। এখন এজি ( হিসাব রক্ষণ) অফিসের ক্লিয়ারেন্স পেলেই শিক্ষকদের এমপিওর চেক ব্যাংকে পাঠানো যাবে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বোনাসের চেক অদ্যাবধি ব্যাংকে না পাঠানোয় মন খারাপ করছেন।
শিক্ষকদের ভোগান্তি কমানো ও মাদ্রাসা শিক্ষকদের উন্নতির লক্ষ্যে স্বতন্ত্র মাদ্রাসা অধিদপ্তর গঠন করা হলেও মহাপরিচালক মো: বিল্লাল হোসেনসহ গুটিকয়েক কর্মকর্তার কারণে ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন কাধিক মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।