Sunday, February 2, 2025

Case filed in rape of four-year-old child

লক্ষ্মীপুরের কমলনগরে চার বছরের এক শিশুকে স্থানীয় পান ব্যবসায়ী মো. সাঈদ উল্যাহ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা ওমর ফারুক বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ জুন)সকাল ১০টার দিকে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কমলনগরের চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্লাহ চরমার্টিন এলাকায় ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ীতে থাকেন। সকালে ওই বাড়ির পাশের ঘরের চার বছরের শিশু তার মায়ের সাথে দাদার বাড়ি যান। তার বাবাও কাজে বের হয়ে যান। এসময় শিশুটি নিজেদের ঘরে ফেরার পথে মো. সাঈদ উল্যাহ তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে এ ঘটনার বিচার দাবি করেছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, মুমূর্ষ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনা জেনে পুলিশকে অবহিত করা হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, ধর্ষনের ঘটনায় কমলনগর থানায় মামলা হয়েছে।হাজিরহাট তদন্তের কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

 

latest news

EN