বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

লেবার ডে লং উইকেন্ডের ছোঁয়ায় অন্যরকম এক পিকনিক

ফেইসবুক ভিত্তিক B.B গ্রুপের প্রথম পিকনিক হয়ে গেলো গত ৫ই সেপ্টেম্বর শনিবারে কুইবেকের Nature centre Cowansville এ । ফেইসবুকের এ গ্রুপটি খোলা হয় করোনাকালের লকডাউনের সময়। অনলাইন আড্ডা এবং মজার মজার পোস্ট দিয়ে লকডাউনের সময়টা মানসিকভাবে সবাইকে সুস্থ্য রাখতে বিশাল ভূমিকা রাখে- তা পিকনিকের শতাধিক সদস্যের আড্ডায় উঠে আসে। সকালের নাস্তা, দুপুরের খাবার আর বিকালের নাস্তার পাশাপাশি ছিলো সবার জন্য খেলাধূলা। র্যাফেল ড্র এর সাথে বাড়তি হিসেবে লাইভ মিউজিক সবাইকে আনন্দিত করে। ভার্চুয়াল আড্ডার বাহিরে এ দিনের লাইভ আড্ডাও বেশ জমে উঠে। বাঙালির জীবনে এ আড্ডাটা যেন অটুট থাকে সে কামনা করেছেন সবাই। করোনা ভয়কে জয় করেই আগামীতে আরো বড় পরিসরে ইভেন্ট আয়োজনের পরিকল্পনা আছে বলে জানান সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ।

ছবি কৃতজ্ঞতা : আরিফ সিদ্দীকি এবং আতাইনা খান

সর্বশেষ খবর

BN