৩০০ আসনের মধ্যে ২৮০টিতে দলীয় মনোনয়নের জন্য ৮০০ প্রার্থীকে প্রত্যয়নপত্র (চিঠি) দিয়েছে বিএনপি। এ নিয়ে গত দুই দিন ও রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছিল উৎসবমুখর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া প্রায় সব আসনেই একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। কোনো কোনো আসনে তিন-চার জনকেও চিঠি দেওয়া হয়েছে।
মূলত প্রথম পছন্দের প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে যদি কোনো আইনি জটিলতা না তৈরি হয়। তবে যে কারণে একই আসনে একাধিক প্রার্থী দেয়া হয়েছে:
১. বিদ্রোহী প্রার্থী ঠেকানো;
২. মামলার কারণে প্রার্থিতা বাতিল হলে আসন শূন্য না রাখা;
৩. জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের সঙ্গে চূড়ান্তভাবে আসন সমঝোতা না হওয়া;
৪. ঋণখেলাপির কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যেন আসন শূন্য না থাকে।
৫. দলবদল করতে না দেওয়া।