মঙ্গলবার, ফেব্রুয়ারি 4, 2025

ঐশ্বরিয়ার দখলে রয়েছে আকাশছোঁয়া যে ৫ সম্পত্তি

গত ১ নভেম্বর ৪৫ বছর পূর্ণ করলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু এখনও তার সৌন্দর্যে মাত বলিউড। তবে শুধু সৌন্দর্য নয়, তিনি খুব শৌখিন দ্রব্য ব্যবহার করেন, এমন খবরও রয়েছে সর্বমহলে।

জানা গেছে, ঐশ্বরিয়ার দখলে রয়েছে ৫টি আকাশছোঁয়া মূল্যের জিনিস। দেখে নেওয়া যাক, সেই পাঁচটি জিনিস কী কী-

একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিনে ঐশ্বরিয়া রায় তাকে একটি গাড়ি উপহার দেন। এই অডি এ৮এল গাড়িটির দাম ১.১২ কোটি টাকা।

বলিউডে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে অন্যতম রাজকীয় বিয়ে। শুধু তাই নয়, সাবেক মিস ওয়ার্ল্ডের বিয়ের পোশাক ও গয়নার দামও ছিল আকাশছোঁয়া। বিয়ের শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা।

বিয়ের আংটির দাম ৫০ লক্ষ টাকা।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার একটি বাড়ি রয়েছে দুবাইতে। দুবাইয়ের স্যাংচুয়ারি ফলস ও জুমেরিয়া গলফ এসটেটের কাছে এই বাড়ির দাম ১৫.৬ কোটি টাকা।

মুম্বাইয়ের বান্দ্রাতেও কার্লা আবাসনেও একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বচ্চন-বহুর। পাঁচটি বেডরুমের এই ফ্ল্যাটের দাম ২১ কোটি টাকা।

সর্বশেষ খবর

BN