মঙ্গলবার, ফেব্রুয়ারি 4, 2025

কমলনগরে সংগ্রাম ও ঐতিহ্যের মধ্যে জেএসডি,র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 আমজাদ হোসেন আমু,নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে সংগ্রাম ও ঐতিহ্যের মধ্যে দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে র্যালীর প্রদক্ষিন হয়।র্যালী শেষে হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে স্টিয়ারিং কমিটির সদস্য,জাতীয় ঐক্যফ্রট,জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিসেস তানিয়া রব জনগনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা তুলে ধরেন। তিনি বলেন,সরকার জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি বাস্তবায়ন করা। সব দলের সম্বনয়ে অবাদ,সুষ্ঠু,নিরপেক্ষ ইসির মাধ্যমে আগামী একাদশ নির্বাচনের ব্যবস্থা করা। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করা। বেগম জিয়া,ব্যারিস্টার মঈনুল হোসেন সহ নেতাদের মুক্তি এবং আগামী নির্বাচনে জেএসডি( রব) তারা মার্কার জন্য ভোট ও আ স ম রবের জন্য দোয়া চেয়েছেন। আরো বক্তব্য রাখেন,বিশেষ অতিথি,এম জলিল (চেযারম্যান) সহ সভাপতি জেএসডি কেন্দ্রীয় কমিটি,অধ্যক্ষ মুনছুরুল হক, সভাপতি জেএসডি লক্ষ্মীপুর জেলা,এ্যাড বেলায়েত হোসেন,এ্যাড বিকাশ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জেএসডি কেন্দ্রীয় কমিটি,আনোয়ারুল হক, সদস্য জেএসডি কেন্দ্রীয় কমিটি,খোরশেদ আলম মেম্বার,বাবুল মুন্সি,মাহবুবুর রহমান বেলাল, মীর শিব্বির প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ আব্দুল মোতালেব,সভাপতি জেএসডি কমলনগর সঞ্চালনায়, শাহাদাত হোসেন নিরব, সাধারণ সম্পাদক, জেএসডি কমলনগর।

সর্বশেষ খবর

BN