চট্টগ্রাম: নগরে কয়েকদিন ধরে হিম হিম ভাব। আকাশও ছিল পরিষ্কার। কিন্তু সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে সেই আকাশ কালো মেঘে ভরে যায়। ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ বৃষ্টি আরও দু-এক দিন থাকতে পারে। বৃষ্টি চলে গেলে জেঁকে বসতে পারে শীত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীসহ নিম্নআয়ের লোকজন বৃষ্টিতে দুর্ভোগে পড়েন। বৃষ্টির কারণে নগরের কিছু সড়কে কাদাপানিতে একাকার হয়ে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দা মিমি পারভীন বলেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।