Thursday, October 30, 2025

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ক্ষ্মীপুর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। নিহতদের মধ্যে আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শুক্রবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।

স্বজনদের ধারণা, শিশুদের একজন প্রথমে পানিতে পড়ে গেলে অপর দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে পানিতে ডুবে তিনজনেরই মৃত্যু হয়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

BN