লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আলী ওই গ্রামের ব্যবসায়ী মো. ইউছুফের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে মোটরে পানি তুলতে যান আলী। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।