শুক্রবার, জানুয়ারি 24, 2025

ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার প্রতিবাদে কমলনগরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ছাত্র আন্দোলনের নামে গুজব ছড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে উপজেলা সদর হাজিরহাটে উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন মিলন, ফয়সল আহাম্মদ রতন, আবুল খায়ের চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাজেদা আক্তার  সুমি, দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্যাহ , উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক এএইচএম আহসান উল্যাহ হিরণ ও ইয়াছির আরাফাত রাজু, ছাত্রলীগ সভাপতি মাঈন উদ্দদিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷

সর্বশেষ খবর

BN