নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ১২ (বার) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. সোহাগ (২৫) লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম, এসআই এহতেশামুল হক, এএসআই মোঃ বাহার, এএসআই বাহার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে ১২ (বার) কেজি গাঁজাসহ মোঃ সোহাগ (২৫) কে গ্রেফতার করা হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ১টি গাঁজার মামলা বিচারাধীন রয়েছে।