শনিবার, জানুয়ারি 25, 2025

কমলনগরে মা মনি এইচএসএস প্রকল্পের বস্ত্র বিতরন

news pic 13-08-16
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) পক্ষ থেকে দরিদ্র জনগোষ্টির জন্য বস্ত্র বিতরন করা হয়। (আজ) শনিবার দুপুরে চর ফলকন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডিএসকে এর মা মনি এইচএসএস প্রকল্পের অধীনে উপজেলার ৩টি ইউনিয়নের দরিদ্র জনগোষ্টির জন্য বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চর ফলকন ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মা মনির ডেপুটি সম্বনয়কারী কামরুজ্জামান। উপস্থিত ছিলেন ফাইন্যান্স অফিসার মোঃ ইমরান, এফএসও শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য শাহিনুর বেগম, ফয়েজুন্নেছা, টেকনিক্যাল অফিসার শাহাদাৎ হোসেন, সুরুজ মিয়া, মিজানুর রহমান, হাসিনা, রোজিনা, বিলকিসসহ প্রমুখ।

সর্বশেষ খবর

BN