Sunday, December 21, 2025

কমলনগরে মাদ্রাসা ছাত্র মেহেদী হাছান নিখোঁজ

লক্ষ্মীপুর: কমলনগরে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র মেহেদী হাছান ওরপে মন্নান (১২) নিখোঁজ হয়। গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। গত ৫দিনেও আত্নীয় স্বজনসহ সম্ভাব্যস্থানে খোজ করে তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাছান ওরপে মন্নান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের আবদুল হাসিমের ছেলে।

নিখোজের মা শিল্পীফ আকাহার জানান, শুক্রবার সকালে আমাদের অজ্ঞাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আতœীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানেও তার খোঁজ করেও তার খোজ মেলেনি। কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান ফেলে মাদ্রাসায় পৌছি দেওয়ার জন্য অনুরোধ করেন।

কমলনগর থানায় নিখোজের মা একটি সাধারন ডায়রী করেন।

সর্বশেষ খবর

BN