শুক্রবার, জানুয়ারি 24, 2025

লক্ষ্মীপুরে আ.লীগের কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

index_1110245
পল্লী নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলা আ.লীগের কার্যকরী কমিটির বর্ধিত সভা/১৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা আ.লীগের আয়োজনে আজ শনিবার দুপুরে শহরের কুটুম বাড়ি চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা আ.লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, মিজানুর রহিম, অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুল ও ফরিদা ইয়াসমিন লিকাসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

BN