শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগরে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

news pic 30-07-16
পল্লী নিউজ ডেক্স:
দেশব্যাপী গুপ্ত হত্যা, সন্ত্রাস, বোমাবাজি ও জঙ্গিহামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে ১৪ দলের এক জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে কমলনগর উপজেলা ১৪ দল। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ একে এম নুরুল আমিন মাষ্টার।

শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, সাম্যবাদী দলের উপজেলা সাধারন সম্পাদক নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোটেক নুরুল আমিন রাজু, চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ, আবুল বাছেত সহ ১৪ দলের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আহসান উল্যাহ হিরন।

বক্তারা বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা, বোমাবাজী ও জঙ্গিদের ভয়াবহ হত্যাকান্ডের প্রতিবাদ ও সম্মিলিত ভাবে মোকাবেলা করার আহব্বান জানান।

সর্বশেষ খবর

BN